জেলা পরিষদ একটি স্বাত্তশাসিত প্রতিষ্ঠান। জেলা পরিষদের ৩য় ও ৪র্থ শ্রেণীর কর্মচারীগণের বদলি নিয়ম থাকলেও সচরাচরভাবে তাদের বদলি হয়না। ক্ষেত্র বিশেষে কোন কর্মচারীকে শাস্তিমূলকভাবে আন্তঃ জেলা বা অন্য কোন জেলাতে বদলি করা হয়। তাছাড়া প্রায়ই জেলা পরিষদের নিজস্ব কোন কর্মকর্তা থাকে না। সরকার প্রশাসক, উপ-সচিব পদ মর্যাদা ০১জন প্রধান নির্বাহী কর্মকর্তা, সিনিয়র সহকারী সচিব পদ মর্যাদা ০১জন নির্বাহী কর্মকর্তা। কারিগরি শাখায় ০১ জন সহকারী প্রকৌশলী ও ০১জন উপ-সহকারী কৌশলী নিয়োগ প্রদানের মাধ্যমে জেলা পরিষদের সার্বিক কর্মকান্ড পরিচালনা করা হয় এবং সরকার বিধি মোতাবেক তাঁদেরকে বদলি করেন। তাছাড়া জেলা পরিষদের ৪র্থ শ্রেণীর কর্মচারীগণকে শাখা ভিত্তিক এক শাখা হতে অন্য শাখা এবং ডাকবাংলো কেয়ার টেকার-কাম-দারোয়ানগণকে এক ডাকবাংলো হতে অন্য ডাকবাংলোতে বদলি করা হয়।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস