সেবাসমূহ:
১। শিক্ষা বৃত্তি প্রদান ;
২। ব্যক্তি পর্যায়ে অনুদান ;
৩। মুক্তিযোদ্ধাদের এককালীনআর্থিক সাহায্য প্রদান ;
৪। আত্ন কর্মসংস্থানের উপর কার্যক্রম ;
৫। ঘাট ব্যবস্থাপনা ;
৬। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, মসজিদ, মন্দির, স্কুল-কলেজ, মাদ্রাসা, এতিমখানা ও রেজিষ্ট্রেশনযুক্ত সমিতি উন্নয়ন;
৭। বিভিন্ন রাস্তা, ব্রীজ, কালভার্ট নির্মাণ;
৮। কক্সবাজার জেলার বিভিন্ন উপজেলার ডাকবাংলোর মাধ্যমে আবাসন সেবা প্রদান;
৯। পর্যটকদের সুবিধার্থে চেঞ্জিংরুম কাম পাবলিক টয়লেট সেবা প্রদান
দরপত্রের মাধ্যমে বাস্তবায়িত কাজ
পিপিআর অনুযায়ী বিধি মোতাবেক প্রকল্পের কাজসমূহ বাস্তবায়ন করা হয়।
প্রকল্প কমিটির মাধ্যমে বাস্তবায়িত কাজ
প্রকল্প কমিটির মাধ্যমে বিধি মোতাবেক বাস্তবায়ন করা হয়।
সম্পত্তি লীজ প্রদান:
বিধি মোতাবেক লীজ প্রদান করা হয়।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস