Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

প্রশিক্ষণের বিস্তারিত

১. সেলাই প্রশিক্ষণ কোর্সঃ

কক্সবাজার জেলার স্থায়ী আদিবাসী অসহায়, দুঃস্থ কমর্ক্ষম মহিলাদেরকে প্রশিক্ষণ দেয়া হবে। কক্সবাজার জেলার বিভিন্ন উপজেলা হতে সংশ্লিষ্ট উপজেলা পরিষদ চেয়ারম্যান, উপজেলা নিবার্হী কমকর্তা, জেলা পরিষদের সদস্য, জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিদের সুপারিশের ভিত্তিতে প্রকল্প বাস্তবায়ন কমিটির মাধ্যমে প্রশিক্ষণার্থী নিবাচর্নের ক্ষেত্রে নিম্নোক্ত প্রার্থীদের অগ্রাধিকার প্রদান করা হবে।

১. শহীদ, অস্বচ্ছল মুক্তিযোদ্ধা পরিবার ;

২. প্রতিবন্ধী কমর্হীন নারী ;

৩, বিধবা অসচ্ছল নারী ;

৪. স্বামী পরিত্যাক্তা অসচ্ছল নারী ;

৫. লেখাপড়া ছেড়ে দেয়া কমর্হীন নারী ;

 

প্রার্থীদের নূন্যতম শিক্ষাগত যোগ্যতা হবে ৮ম শ্রেণী পাশ। ০৩ মাস ব্যাপি প্রশিক্ষণে প্রতি ব্যাচে ২০ জন মহিলাকে অর্ন্তভূক্ত করা হবে এবং প্রস্তাবিত প্রকল্পের আওতায় মোট ০৮টি ব্যাচে প্রতি ব্যাচে ২০জন করে মোট ১৬০জন অসহায়, দুঃস্থ, কমর্ক্ষম মহিলাদের প্রশিক্ষণ প্রদান করা হয়। মহিলাদের প্রশিক্ষণ প্রতি সপ্তাহে ০৫দিন অর্থাৎ রবিবার হতে বৃহস্পতিবার পযর্ন্ত চলবে। শুক্রবার, শনিবার ও সরকার নির্ধারিত (গেজেটেড) ছুটির দিন প্রশিক্ষণ কাযর্ক্রম বন্ধ থাকবে। প্রতিদিন সকাল ৯.০০ টা থেকে দুপুর ১.৩০ পযর্ন্ত প্রশিক্ষণ কাযর্ক্রম চলবে।

 

২. সূচিকর্ম প্রশিক্ষণ কোর্সঃ

কক্সবাজার জেলার স্থায়ী আদিবাসী অসহায়, দুঃস্থ কমর্ক্ষম মহিলাদেরকে প্রশিক্ষণ দেয়া হবে। কক্সবাজার জেলার বিভিন্ন উপজেলা হতে সংশ্লিষ্ট উপজেলা পরিষদ চেয়ারম্যান, উপজেলা নিবার্হী কমকর্তা, জেলা পরিষদের সদস্য, জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিদের সুপারিশের ভিত্তিতে প্রকল্প বাস্তবায়ন কমিটির মাধ্যমে প্রশিক্ষণার্থী নিবাচর্নের ক্ষেত্রে নিম্নোক্ত প্রার্থীদের অগ্রাধিকার প্রদান করা হবে।

১. শহীদ, অস্বচ্ছল মুক্তিযোদ্ধা পরিবার ;

২. প্রতিবন্ধী কমর্হীন নারী ;

৩, বিধবা অসচ্ছল নারী ;

৪. স্বামী পরিত্যাক্তা অসচ্ছল নারী ;

৫. লেখাপড়া ছেড়ে দেয়া কমর্হীন নারী ;

প্রার্থীদের নূন্যতম শিক্ষাগত যোগ্যতা হবে ৮ম শ্রেণী পাশ। ০৩ মাস ব্যাপি প্রশিক্ষণে প্রতি ব্যাচে ২০ জন মহিলাকে অর্ন্তভূক্ত করা হবে এবং প্রস্তাবিত প্রকল্পের আওতায় মোট ০৮টি ব্যাচে প্রতি ব্যাচে ২০জন করে মোট ১৬০জন অসহায়, দুঃস্থ, কমর্ক্ষম মহিলাদের প্রশিক্ষণ প্রদান করা হয়। মহিলাদের প্রশিক্ষণ প্রতি সপ্তাহে ০৫দিন অর্থাৎ রবিবার হতে বৃহস্পতিবার পযর্ন্ত চলবে। শুক্রবার, শনিবার ও সরকার নির্ধারিত (গেজেটেড) ছুটির দিন প্রশিক্ষণ কাযর্ক্রম বন্ধ থাকবে। প্রতিদিন সকাল ৯.০০ টা থেকে দুপুর ১.৩০ পযর্ন্ত প্রশিক্ষণ কাযর্ক্রম চলবে।

 

৩. কম্পিউটার ফ্রিল্যান্সি কোর্সঃ

            কক্সবাজার জেলার শিক্ষিত বেকার জনগোষ্ঠীকে কম্পিউটার ফ্রিল্যান্সি প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ জনশক্তিতে রূপান্তরপূবর্ক অথর্নৈতিকভাবে স্বাবলম্বি করে গড়ে তোলা। ফ্রিল্যান্সি প্রশিক্ষণের মাধ্যমে বৈদেশিক মুদ্রা উপাজন - যা দেশের অথর্নীতি উন্নয়নের গুরুত্বপূর্ণ অবদান রাখবে।

কম্পিউটার ফ্রিল্যান্সি কোর্স প্রদানের লক্ষ্যে কক্সবাজার জেলা পরিষদের অফিস ভবনের নব নির্মিত ৪র্থ তলায় আধুনিক কম্পিউটার ল্যাব স্থাপন করা হয়েছে। যাতে ১৩টি কম্পিউটার আছে। প্রশিক্ষকের জন্য ০১টি কম্পিউটার এবং ১২টি কম্পিউটারে প্রতি কম্পিউটারে ০২জন করে মোট ২৪জনকে প্রতি ব্যাচে প্রশিক্ষণ প্রদান করা হয়। প্রতি ব্যাচে প্রশিক্ষণ মেয়াদ ০৪ মাস। দেশের ফ্রিল্যান্সি প্রদানকারী প্রতিষ্ঠান এর আদলে এবং স্থানীয় বিশেষজ্ঞদের দ্বারা প্রশিক্ষণ মডিউল প্রস্তুত করা হয়েছে। প্রশিক্ষণের জন্য নিবার্চিত ব্যক্তিকে প্রশিক্ষণ গ্রহণের লক্ষ্যে এককালীন ১,০০০/- (এক হাজার) টাকা ভর্তি ফি এবং মাসিক ফি ৩০০/-X৪=১,২০০/- টাকাসহ মোট ২,২০০/- টাকা এককালীন হারে জেলা পরিষদের বরাবরে জমা করতে হবে।